November 26, 2024

ফরচুন নিউজ ২৪

সপ্তাহের শেষ কার্যদি দিবসে ৫০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে

1 min read

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৫০ দশমিক ১০ শতাংশ বা ১৭৯ টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ৩০ দশমিক ৮০ শতাংশ বা ১১০ কোম্পানির দর। অপরিবর্তীত রয়েছে ১৯ শতাংশ বা ৬৮ টি কোম্পানির দর।

বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, দিনশেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭০ পয়েন্টে।

এদিন মোট লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইতে ৫৪৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৬৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৫০ কোটি ৭১ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর। আজ সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

About The Author