সপরিবারে করোনায় আক্রান্ত বিসিক চেয়ারম্যান
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন। বিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বারিক বলেন, ‘বিসিক চেয়ারম্যান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিসিকের সব কর্মকর্তা ও কর্মচারীরা চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন।’
বিসিকের জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘সেই সাথে সব শুভাকাঙ্খী ও শুভনুধ্যায়ীকে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’