শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট রাজাপাকসাকে আর দেখতে চায় না
1 min readমন্ত্রিসভার ২৬ জন মন্ত্রীর সকলেই পদত্যাগপত্র জমা দিলেও ক্ষমতা ছাড়েননি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা এবং তার বড় ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা।
জ্বালানি, খাদ্য এবং ওষুধ সরবরাহে অব্যাহত সংকটের মুখে দেশজুড়ে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকারি দলের নেতাদের বাড়ির বাইরে অনেক বিক্ষোভ হচ্ছে।
ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাজাপাকসা পরিবারের পদত্যাগ দাবি করে বলছেন রাজাপাকসা পরিবার ক্ষমতা না ছাড়লে মন্ত্রিসভার পদত্যাগের এই সিদ্ধান্ত অর্থহীন।
ব্রিটেনের কাছ থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা অর্জনের পর দেশটি এত ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে এর আগে কখনও পড়েনি।
জ্বালানি আমদানির জন্য ব্যবহৃত বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কট বেসামাল করে তুলেছে দেশটির অর্থনীতিকে। দিনের অর্ধেক সময় বা তারও বেশি সময় বিদ্যুতবিহীন দিন কাটাচ্ছে মানুষ। খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম অভাব মানুষকে মরিয়া করে তুলেছে। নজিরবিহীন ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের মানুষ।
পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট রাজাপাকসা সব রাজনৈতিক দলগুলোকে নতুন সরকারে অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু রাস্তায় বিক্ষোভরত জনতা বলছে মি. রাজাপাকসা পদত্যাগ না করা পর্যন্ত তারা থামবে না।