April 19, 2025

ফরচুন নিউজ ২৪

শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের ফরচুন গ্রুপের ফ্যাক্টরি সমূহ পরিদর্শন

অদ্য ১২ ফেব্রয়ারি ফরচুন গ্রুপ এর বরিশালে অবস্থিত কারখানা সমূহ পরিদর্শনে আসেন   শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: আল আমিন সরকার .

দুপুর এক ঘটিকায় তিনি  নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড এ পৌঁছান।  ফ্যাক্টরিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফরচুন গ্রপের ডাইরেক্টর মোঃ শফিউল আজম  ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেদওয়ান।

তাকে প্রিমিয়ার ফুটওয়্যার  এর কনফারেন্স হলে   ফরচুন গ্রুপের উপর নির্মিত একটি প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।  পরিবর্তিতে তিনি বরিশাল বিসিকে অবস্থিত ফরচুন গ্রুপের তিনটি ফ্যাক্টরি ও বিসিক এলাকায় চলমান কয়েকটি প্রজেক্ট ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি ফরচুন গ্রুপের কার্যক্রমের উপর গভীর সন্তষ্টি প্রকাশ করেন ,এবং যেকোন প্রয়োজনে ফরচুন গ্রুপের পাশে থাকার কথা বলেন।  এ সময় ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্ম চাঞ্চলতা পরিলক্ষিত হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *