November 23, 2024

ফরচুন নিউজ ২৪

রিয়ালকে টপকে দুইয়ে এখন বার্সেলোনা

1 min read

প্রথমার্ধে চালকের আসনে থাকা বার্সেলোনা এগিয়ে যায় লিওনেল মেসির লক্ষ্যভেদে। দ্বিতীয়ার্ধে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ না থাকলেও জালের ঠিকানা ঠিকই খুঁজে নেন আঁতোয়ান গ্রিজমান। দুই তারকার কল্যাণে অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রতিশোধের জয় তুলে নিল বার্সেলোনা। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে উঠল তারা।

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২-১ গোলে জেতে রোনাল্ড কোমানের দল। মেসির দুর্দান্ত ফ্রি-কিকের পর দ্বিতীয়ার্ধের শুরুতে জর্দি আলবার আত্মঘাতী গোলে দুশ্চিন্তা ভর করেছিল কাতালানদের ওপর। তবে গ্রিজমান স্বাগতিকদের পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন।

কিছুদিন আগে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বিলবাওয়ের কাছে হেরেছিল বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো ওই ম্যাচের স্কোরলাইন ছিল ৩-২। বার্সার শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি আর্জেন্টাইন তারকা মেসি সেদিন ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখেছিলেন। সেকারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও পান তিনি।

এদিন ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যে মেসি-গ্রিজমানের তিনটি সুযোগ কাজে লাগাতে না পারার হতাশায় বার্সাকে পুড়তে হয়নি বেশিক্ষণ। ২০তম মিনিটেই গোল পেয়ে যায় তারা। মেসির অসাধারণ বাঁকানো ফ্রি-কিকে পরাস্ত হন বিলবাও গোলরক্ষক উনাই সিমোন। চলতি লা লিগায় এটি তার দ্বাদশ গোল। ১৪ গোল নিয়ে সবার উপরে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ।

রোনালদ আরাউহোর দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলে এবং উসমান দেম্বেলে ফাঁকায় দাঁড়িয়ে থেকেও বল উড়িয়ে মারলে বিরতির আগে ব্যবধান বাড়ানো হয়নি বার্সার। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে তারা। জর্দি আলবা নিজেদের জালেই বল জড়ালে সমতায় ফেরে সফরকারীরা।

স্কোরলাইন ১-১ হওয়ার পর উজ্জীবিত হয়ে ওঠে বিলবাও এবং বার্সার খেলাতে ঘটে কিছুটা ছন্দপতন। কিন্তু এদিন আর পা হড়কায়নি তারা, ঘুরে দাঁড়ায় দ্রুতই। ৫৮তম মিনিটে গ্রিজমানের ক্রসে মিরালেম পিয়ানিচের হেড ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সিমোন। তবে ৭৪তম মিনিটে আর দলের ত্রাতা হতে পারেননি তিনি। অস্কার মিনগেজার পাসে জয়সূচক গোল করেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান।

চলতি বছর এটিই ছিল নিজেদের মাঠে বার্সেলোনার প্রথম ম্যাচ। আগের টানা আটটি ম্যাচ তারা খেলেছিল ন্যু ক্যাম্পের বাইরে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দলটি আছে লিগের দুইয়ে। সমান ম্যাচে পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে নেমে গেছে আসরের শিরোপাধারী রিয়াল।

শীর্ষে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ১৯ ম্যাচে ৫০। রাতের অন্য ম্যাচে কাদিজের মাঠে ৪-২ গোলে জেতে তারা। জোড়া গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ।

 

About The Author