মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় তহবিল জোগাবে বাংলাদেশ
1 min readরোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার ব্যয় নির্বাহের জন্য তহবিল সংগ্রহে প্রচারণা চালাবে বাংলাদেশ।
ওআইসির সদস্য দেশগুলোকে এ আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিরুদ্ধে মামলায় লড়াইয়ের জন্য গাম্বিয়ার আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে। তাই এ বিষয়ে এগিয়ে আসতে ওআইসিভুক্ত দেশগুলোকে জোরালো আবেদন জানাবে বাংলাদেশ। আগামী ২৭ ও ২৮ নভেম্বর নাইজারে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হবে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের যোগ দেয়ার কথা রয়েছে।
সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে আশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যা মিয়ানমারের জবাবদিহিতা ও বিচার নিশ্চিতে দেশটির ওপর নতুন চাপ সৃষ্টি করবে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে গত বছরের ১১ নভেম্বর আইসিজেতে মামলা দায়ের করে আফ্রিকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া।