মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই কয়েদি গ্রেফতার
1 min readকারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে দিকে বাবুবাজার ব্রিজের সামনে থেকে হতকড়া পড়া অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টুকে বাবুবাজার ব্রিজের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। হাতকড়া পড়া অবস্থায় ঘোরাঘুরি করছিল সে। তবে কিভাবে সে পালিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিন্টু। মিন্টু টাঙ্গাইলের গোপালপুর থানার একটি মাদক মামলার আসামি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছিল।