November 23, 2024

ফরচুন নিউজ ২৪

ভুয়া ডাক্তার পরিচয়ে বরিশালে ভ্যাকসিন প্রদানের অভিযোগে ৫ প্রতারককে কারাদন্ড

1 min read

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমানের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. জিয়াউর রহমান। অভিযান পরিচালনা কালে সোমবার দুপুরে নগরীর টিটিসি লেন শের-ই-বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়। পাশাপাশি প্রতারকদের অফিস থেকে কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, মূল হোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা। অটককৃতরা ডাক্তার ও নার্সের ভূয়া পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে ঐ ৫ প্রতারককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূল হোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বাকিদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬শ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক এবং আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল গোয়েন্দা পুলিশের (ডিবি) নেতৃত্বাধীন একটি দল।

About The Author