December 3, 2024

ফরচুন নিউজ ২৪

বিচারক হিসেবে তানজানিয়া যাচ্ছেন ক্বারী আহমাদ বিন ইউসুফ

1 min read

“খিদমাতুল কুরআন ফাউন্ডেশন অব তানজানিয়া” এর উদ্যোগে আয়োজিত ১৮তম ক্বিরাত প্রতিযোগীতার বিচারক এবং আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে আজ রাতের একটি ফ্লাইটে তানজানিয়ার রাজধানী দারুসসালাম সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।
আগামী ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ প্রতিযোগীতা ও সম্মেলন চলবে । উক্ত সম্মেলনে প্রতিযোগীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিগণও অংশ নিবেন ।ফাউন্ডেশনের সভাপতি আলী মুহাম্মাদ সালেহ এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।

সম্মেলন শেষে আগামী ১৮ এপ্রিল তিনি দেশে ফিরবেন। উল্লেখ্য যে বিচারক হিসেবে ২য় বারের মতো তানজানিয়া যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। ইতোপূর্বেও তিনি ২০১২ সালে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক ছিলেন। ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মোঃ ইউসুফ (রহ.) এর জ্যোষ্ঠ পুত্র।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *