April 10, 2025

ফরচুন নিউজ ২৪

বাহাউদ্দিন নাছিমের মায়ের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭ টায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পরিচর্যায় থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান।

৮ সন্তানের জননী নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নাগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। তার একান্ত প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর মাদারীপুরে তার নিজ বাসভবনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

About The Author