April 14, 2025

ফরচুন নিউজ ২৪

বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ : লোহাগাড়ায় গ্রেফতার দুই

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকার বাসিন্দা বিপ্লব দাশ (৪৫) ও একই এলাকার বিসু দাশ (৩০)।

পুলিশ জানায়, সোমবার রাতে ওই প্রতিবন্ধী যুবতী পাশের একটি বাড়িতে গীতার আসরে যান। আসর শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে টিস্যু ও বিসু মিলে তার মুখ চেপে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর সেখানে তাকে পালাক্রমে দুজনে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন (মঙ্গলবার) ভুক্তভোগী যুবতীর বাবা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাকারিয়া রহমান জিকু  বলেন, প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

About The Author