April 28, 2024

ফরচুন নিউজ ২৪

বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি

1 min read

ভাবী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়লাভের জন্য অভিনন্দন জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে দুই ‌দেশই সমান জোর দেবে বলে আলোচনা করেন দুই নেতা।

মঙ্গলবার মধ্যরাতে টুইট করে মোদি বলেন, ‘ইন্দো–প্যাসিফিক অঞ্চলে ‌কোভিড–১৯ মহামারি ঠেকাতে এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় পদক্ষেপে সহযোগিতা করা নিয়ে কথা হলো জো বাইডেনের সঙ্গে। ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছি। তার এই সাফল্য ভারতের জন্য গর্বের ব্যাপার। ভারত–আমেরিকার সুসম্পর্কের একটি উৎসও বটে। ভারতীয়–আমেরিকান সম্প্রদায়ের মানুষের কাছে তিনি উদাহরণ তৈরি করেছেন।’‌

এর আগে মার্কিন সংবাদমাধ্যম জো বাইডেনকে বিজয়ী ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তখন এক টুইট বার্তায় মোদি লিখেন, ‘আশা রাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।’

বাইডেনের এই জয়কে তিনি দর্শনীয় হিসেবে উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

About The Author