November 26, 2024

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশে ফলের উৎপাদন বাড়ছেই

1 min read

২০১৯-২০ অর্থবছরে দেশে ফলের উৎপাদন প্রায় ২৩ লাখ টন বেড়েছে। দেশি-বিদেশি জাত মিলে উৎপাদিত ফলের পরিমাণ ছিল ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার টন। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে ফলের উৎপাদন হয়েছিল ১ কোটি ২১৫ টন। ২০১৭-১৮ তে ১ কোটি ২১১ টন, ২০১৬-১৭ তে ১ কোটি ২০ টন এবং ২০১৫-১৬ তে ১ কোটি ১০ টন ফল উৎপাদন হয়।

জানা গেছে, বিদেশি ফলের চাহিদা বাড়ায় দেশেই এখন মাল্টা, ড্রাগন, স্টবেরিসহ অনেক বিদেশি ফলের আবাদ শুরু হয়েছে। আবার আপেলের বিকল্প বড় আকারের কুল, থাই পেঁপে ও পেয়ারা উৎপাদনও বাড়ছে। যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদনে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, দেশে প্রায় ১৩০ রকমের ফল রয়েছে। এর মাঝে প্রচলিত ও অপ্রচলিত প্রায় ৭২টি ফলের চাষাবাদ হয়। মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশর।

About The Author