November 24, 2024

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আশ্বাস মিয়ানমার সেনাপ্রধানের

1 min read

অচিরেই নতুন নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং লাইং। টেলিভিশনে দেয়া ভাষণে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

দেশটিতে জরুরি অবস্থা জারির পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে একথা জানান তিনি। বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই অং সান সু চিসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। এমন বক্তব্যের জেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন দেশটির নাগরিকরা।

সপ্তাহজুড়ে চলা বিক্ষোভে গতকালই প্রথমবারের মতো মারমুখী ভূমিকা নেয় জান্তা সরকার। লাঠিচার্জসহ জলকামান থেকে ছোড়া হয় গরম পানি। আটক হন শিক্ষক, চিকিসৎকসহ অন্তত দেড় শতাধিক নাগরিক।

 

 

About The Author