বরিশালে শীর্ষ মাদক ব্যবসায়ী মনির গাজীর যাবজ্জীবন কারাদণ্ড
1 min readবরিশালে মাদকদ্রব্য বিক্রির অপরাধে মনির গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত এ রায় দেয়।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, সাজাপ্রাপ্ত আসামি মনির গাজী বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে। তাকে ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরীর একতলা লঞ্চঘাট এলাকা থেকে একটা সিলভারের পাত্র (পাতিল) সহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে সহ পালিয়ে যাওয়া তার সহযোগী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা করেন এস আই এইচ এম আব্দুর রহমান মুকুল।
একমাস তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে এসআই শাহ মো. ফয়সাল আহমেদ আসামিদের বিরুদ্ধে চার্জশিচ জমা দেন। রাষ্ট্রপক্ষ আটজনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দোষ প্রমাণিত না হওয়ায় মিজানকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় মনিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।