November 22, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করার পাশাপাশি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম

1 min read

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় এর আয়োজনে বাংলাদেশ ব্যপী ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূরি আওতায় শনিবার বেলা ১১ টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছরী গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, নদী ভঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এর পাশাপাশি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভাঙ্গন প্রতিরোধে এরিমধ্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আপনারা আমাদের পাশে থাকলে আমরা অচিরেই এসমস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে পারব। এসময় তিনি নদীর অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেয়ার পাশাপাশি অযথা গাছ কাটা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বেশি বেশি গাছ লাগাতে পরামর্শ দেন। এর পর তিনি নেতৃবৃন্দের সাথে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন আর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন প্রধান পানি সম্পদ মন্ত্রণালয় মন্টু কুমার বিশ^াস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About The Author