November 29, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

1 min read

বরিশালে মাস্ক না পরায় ১৫ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

নো মাস্ক, নো সার্ভিস কার্যকর করতে বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, করোনা সংক্রামন রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সার্কিট হাউজ মোড় থেকে সদর রোডের অশ্বিনী কুমার হল পর্যন্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারনা চালায়। এ সময় মাস্ক বিহীন ১১ জনকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম রাহাতুল ইসলামের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর চকবাজার ও নথুল্লাবাদ এলাকায় সচেতনতামূলক প্রচারনা চালায়। এ সময় মাস্কবিহীন ৪ জনকে ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

About The Author