বরিশালে চলছে ঢিলেঢালা লকডাউন
1 min readবরিশাল অফিস :
বরিশালে সীমিত লকডাউন উপেক্ষিত হচ্ছে। নগরীর অভ্যন্তরে থ্রি দোকান ছাড়া সব কিছুই স্বাভাবিক। নগরীর বাইরে কোন প্রভাব নেই লকডাউনের। রাস্তায় বের হচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ। এদের অনেকেই ব্যবহার করেননি মাস্ক। করোনা সংক্রমণের হার হওয়ায় সরকার সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে। প্রথম দিন প্রচুর সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। তাদের অনেকেরই ছিলো না মাস্ক। বরিশাল থেকে অভ্যন্তরণে ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর অভ্যন্তরেও বন্ধ থ্রি হুইলার চলাচল। তবে নগরীর বাইরে এর কোন প্রভাব নেই। এদিকে কাটপট্টি এবং সদরে দোকান খুলতে দেখা গেছে। ক্যামেরা দেখলেই শাটার বন্ধ করে দিচ্ছেন তারা। গত দুই দিন একেবারেই শিথিল শিথিল এই সুযোগে কারনে-অকারনে রাস্তায় বের হয়েছে প্রচুর সংখ্যক মানুষ।