বন্যাকবলিত তিন জেলা পরিদর্শনে প্রধানমন্ত্রী
1 min read
চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ও দুর্ভোগ-দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হেলিকপ্টারযোগে বন্যা কবলিত তিন জেলা পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী বন্যা উপদ্রুত নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলা হেলিকপ্টারযোগে পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন। পাশাপাশি তিনি সেখানে বনার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
সফরসূচি অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করবে। পরে সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষ হলে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।।