বন্ধুকে বাঁচাতে ৬ কিশোরের নদীতে ঝাঁপ, ৩ জনের মরদেহ উদ্ধার
1 min readরঙের উৎসবে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে ভারতের ওড়িশার জাজপুরে। সন্তানকে হারিয়ে শোকে পাথর ৬ পরিবার। তিনজনের মরদেহ উদ্ধার হলেও বাকিদের পাওয়ার আশায় বসে আছেন প্রিয়জনেরা।
শনিবার (১৯ মার্চ) সন্ধায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত এক কিশোরের বাবা সত্যচন্দ্র জেনা জানান, গোসল করে ওঠার আগে ছেলে দেখতে পায় তাদের এক বন্ধু ডুবে যাচ্ছে। তাকে বাঁচাতে এগিয়ে যায় এক বন্ধু। এভাবে বাকিরাও সাহায্য করতে এগিয়ে যায়। কেউ আর নদী থেকে উঠতে পারেনি। কিশোরদের চিৎকার শুনে স্থানীয়রা জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু উদ্ধার করা যায়নি কাউকে।
এদিকে জাজপুর জেলার অ্যাসিস্টেন্ট জেলা অফিসার পূর্ণচন্দ্র মারাণ্ডি জানান, খবর পেয়ে সেখানে যাওয়ার আগেই এক কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তল্লাশি চালিয়ে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকাজে নেমেছে রাজ্যে বিপর্যয় মোকাবিলা ব়্যাপিড অ্যাকশন ফোর্স।
তিনি জানান, আলো কম থাকায় রাতে তল্লাশির কাজ স্থগিত রাখতে হয়েছে। রোববার (২০ মার্চ) ভোর থেকে আবার কাজে নেমেছে বাহিনী। কিন্তু প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত নিখোঁজ তিনজনের খোঁজ পাওয়া যায়নি।