November 22, 2024

ফরচুন নিউজ ২৪

ফিলিস্তিনিদের সাহায্যের নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ, আটক ১

1 min read

গাজায় ইসরায়েলের নৃশংসতার ঘটনায় ফিলিস্তিনিদের সাহায্যের নামে ফেসবুকে পেইজ খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি চক্র। এরকম এক প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা দল। গ্রেফতার হওয়া ওই প্রতারকের নাম ইয়াসির আরাফাত।

সম্প্রতি গাজায় ইসরায়েলের ১১ দিনের নৃশংসতায় প্রাণ হারান শিশুসহ আড়াইশোর বেশি নিরপরাধ ফিলিস্তিনি। বিমান হামলায় ধ্বংস হয়ে যায় হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র। মানবিক বিপর্যয়ের এসব ছবি আন্তর্জাতিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সহায়তা পাঠাতে ফিলিস্তিন দূতাবাসের সাথে যোগাযোগ করেন অনেকে।

সাধারণ মানুষের সাহায্য দূতাবাসে পৌঁছে দিতে নিজেদের ফেসবুক ভেরিফায়েড পেইজে আহ্বান জানান কয়েকজন সমাজকর্মী। যাতে দেয়া হয় মোবাইল ব্যাংকিং নম্বর। তবে এসময় থেমে ছিল না অসাধু চক্রের জালিয়াতিও। যাদের একজন ইয়াসির আরাফাত।
জানা গেছে, ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও তথ্য দিয়ে বেশ কয়েকটি পেইজ খোলেন তিনি। এসব পেইজে ফিলিস্তিনি রাষ্টদূতের ছবিতে দেন নিজের মোবাইল ব্যাংকিং নম্বর। যাতে জমা পড়ে লাখ লাখ টাকা। পুরো অর্থই নিজের পকেটে নেন এই প্রতারক।

পুলিশ বলছে, মানুষের সরলতার সুযোগটাই নেয় এরা। গোয়েন্দারা জানায়, ইয়াসিরের মতো অন্য প্রতারকদের ধরতেও চলছে অভিযান।

 

About The Author