November 23, 2024

ফরচুন নিউজ ২৪

ফরচুন টেকনোলজি র নিজস্ব তৈরী ইলেকট্রিক বাইক চালিয়ে দেখলেন জুনাইদ আহ্‌মেদ পলক

1 min read

উন্নত বিশ্বের দেশগুলো যখন নিজস্ব টেকনোলজির দিক থেকে অনেকটা এগিয়ে তখন বাংলাদেশের অবস্থান অনেকটাই পিছিয়ে। কিন্তু শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে টেকনোলজি খাতে আমরা এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। আর সে গতিতে আরেকটু স্রোত জোগালো ফরচুন টেকনোলজি। নিজেদের তৈরী ইলেকট্রিক বাইক প্রদর্শন করলো তারা , রাজধানীতে আয়োজিত এত প্রযক্তি মেলায় প্রদর্শীত করা হয় বাইকটি। বি এম এস টেকনোলোজির বাইকটিতে রয়েছে অত্যাধুনিক ব্যাটারি ম্যানেজমেন্ট। এ সময় বাইকটির খুঁটিনাটি খতিয়ে দেখেন মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জুনাইদ আহ্‌মেদ পলক। এ সময় তিনি প্রশংসা করেন ফরচুন টেকলোজি ও তার সাথে সম্পৃক্ত ভবিষ্যৎ বিজ্ঞানীদের। পরবর্তীতে তিনি নিজে বাইকটি চালিয়ে দেখেন।
ফরচুন টেকনোলজির অর্জনের মধ্যে আরও রয়েছে নিজস্ব তৈরী ড্রোন , লেজার শো , ডেমো প্লেন , স্বয়ক্রিও রোবট , ডিজিটাল ডাস্ট কালেক্টর ইত্যাদি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *