November 22, 2024

ফরচুন নিউজ ২৪

‘পদ্মা সেতুতে টোল দিয়ে গাড়ি পার হয়নি, ট্রায়াল হয়েছে’

1 min read

‘প্রথমবারের মতো পদ্মা সেতুতে টোল দিয়ে গাড়ি পার হয়েছে— এমন তথ্য বেশকিছু গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে টোল চালুর করার উদ্দেশ্যে পরীক্ষামূলক কার্যক্রম চালু হলেও কোনো গাড়ি টাকা (টোল) দিয়ে পাড় হয়নি, এমনকি সেতুতে ওঠেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্র। উদ্ধোধনের পর প্রধানমন্ত্রী প্রথম টোল দিয়ে সেতু পার হবেন।’

শুক্রবার (১৭ জুন) পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টোল দিয়ে গাড়ি পারের সংবাদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, এটা আসলে ঠিক না। টোল সিস্টেম যেটা বসানো হয়েছে, সেটা পরীক্ষামূলক ট্রায়াল দিয়েছি। আমরা সিস্টেমটি চালু করলাম, এ সিস্টেমে বিভিন্ন ক্যাটাগরির বাস, মিনিবাস, পিকআপ, জিপ, মাইক্রোবাস পাড় হবে এগুলো পরীক্ষা করা হয়েছে। একটি গাড়ি তিনবার-চারবার-পাঁচবার করে ঘুরে ঘুরে আসছে। মূলত টোল সিস্টেম চালু করার জন্য আগে পরীক্ষা করা হয় আজকে সে কার্যক্রমই চলছে। কোনো গাড়ি টাকা দিয়ে পার হয়নি এবং সেতুতেও উঠেনি। টোলপ্লাজার একপাশ থেকে ঘুরে আবার আরেকপাশ গিয়েছে।

তিনি আরও জানান, মাওয়া-জাজিরা প্রান্তে টোলপ্লাজায় মোট ৬টি করে লেন আছে। আমাদের পরিকল্পনা ক্যাশ ট্রানজেকশন হবে ৫টি লেনে আর একটি লেন হবে অটোমেটিক ট্রানজিকশনে। আমরা আরেকটা লেন চিন্তা করছি যেটা ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি যাকে বলে। ইটিসি সিস্টেমটি গাড়ি যদি কোন হাইস্পিডেও যায় এটি গাড়ি থেকে টাকা কেটে দেবে। অপরটিতে (অটোমেটিক ট্রানজিকশ) ইটিসিও থাকবে সঙ্গে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে এবং ক্যাশ ট্রানজেকশনও হবে। তখন মোট লেন হবে সাতটি। আজকে আমাদের ট্রায়াল সফল হয়েছে, আস্তে আস্তে আমরা চূড়ান্তের দিকে যাবো। তবে গণমাধ্যমে গাড়ি পারাপারের বিষয়টি সঠিকভাবে আসেনি।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় পদ্মা সেতুতে টোল দিয়ে গাড়ি পার হয়েছে বলে প্রচার হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *