April 7, 2025

ফরচুন নিউজ ২৪

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে আবারও নতুন রেকর্ড হয়েছে। রোববার (২৫ মার্চ) রাতে ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত ১ এপ্রিল ১২ হাজার ৮৯৩ ও ১০ এপ্রিল ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়। সপ্তাহ ঘুরতেই সে রেকর্ড ভাঙল।

২০১৯ সালের ২৯ মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

পিডিবি সূত্র জানায়, দেশে মেরামতে থাকা কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ছাড়া বাকি সব তেল ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র চালু থাকায় শনিবার রাত ৯টায় নতুন রেকর্ড হয়।

About The Author