দুই বিভাগে শুরু মৌসুম এর তাপমাত্রা প্রবাহ
1 min readচৈত্রের প্রথম দিনই চট্টগ্রাম বিভাগের দুটি অঞ্চল ও সিলেট বিভাগে শুরু হয়েছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বেড়ে তাপপ্রবাহ অন্যান্য অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, চট্টগ্রাম বিভাগের ফেনী ও সীতাকুণ্ড অঞ্চলসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৬ ডিগ্রি সেলসিয়াস।