থাপ্পড় মেরে ক্ষমা চাইলেন উইল স্মিথ
1 min readহলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। তবে সবকিছু ছাপিয়ে তিনি আলোচনায় অনুষ্ঠানের সঞ্চালককে থাপ্পড় মেরে। যদিও এই ঘটনায় ক্ষমা চাইলেন উইল স্মিথ।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘আই অ্যাম লিজেন্ড’ সিনেমাখ্যাত অভিনেতা লিখেছেন, ‘সহিংসতা সব সময়ই বিষাক্ত ও ধ্বংসাত্মক। গতকাল রাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ ছিল ক্ষমার অযোগ্য ও অগ্রহণীয়। রসিকতা কৌতুক আমাদের পেশার অঙ্গ। কিন্তু জাডার শারীরিক অবস্থা নিয়ে রসিকতা আমার কাছে সহ্যেরও অতীত ছিল। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
এরপর ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে সহিংসতার কোনো স্থান নেই।’