October 30, 2025

ফরচুন নিউজ ২৪

ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক সাঈদা বাবলী

ডেঙ্গু আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী।

তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‘প্রচন্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’— গত ২০ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন সাঈদা নাসরিন বাবলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। আজ ভোর ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল প্রিয় বাবলী। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার মৃত্যুতে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।’

About The Author