April 28, 2024

ফরচুন নিউজ ২৪

টি-টোয়েন্টিতে বাবর দুইয়ে, কোহলি সাত নম্বরে

1 min read

নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেন বিরাট কোহলি। এরপরও পাকিস্তান অধিনায়ক বাবর আজমের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে তিনি।

বুধবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালানাগাদ প্রকাশ করেছে আইসিসি।

৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি আছেন সাত নম্বরে। ৮২০ রেটিং নিয়ে বাবরের অবস্থান পরিবর্তন হয়নি। দুই নম্বরে আছেন পাকিস্তানি তারকা।

এই তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান, তার রেটিং ৯১৫।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই কোহলি রয়েছেন প্রথম দশের ভেতর। তবে ওয়ানডেতে এক নম্বর ও টেস্টে দুই নম্বরে থাকলেও টি-টোয়েন্টিতে বেশ পিছিয়ে তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন আর একজনই- লোকেশ রাহুল। তালিকায় ৩ নম্বরে আছেন তিনি, রেটিং পয়েন্ট ৮১৬।

এই ফরম্যাটে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার সব মিলিয়ে কোহলি ও রাহুল ছাড়া আর কোনো ভারতীয় প্রথম দশে নেই।

বোলারদের তালিকায় ১৩ থেকে ৭ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে উঠে এসেছেন টিম সেইফার্ট। ক্যারিয়ার সেরা অবস্থান ৯ নম্বরে তিনি।

 

About The Author