April 7, 2025

ফরচুন নিউজ ২৪

জেলা-উপজেলা-ইউনিয়নে আ’লীগের চূড়ান্ত প্রার্থী যারা

মেয়াদ উত্তীর্ণ জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রার্থীদের নাম দেখতে ক্লিক করুন-

গত ১৬ সেপ্টেম্বর তিনটি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ শুরু হয়। যা চলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

About The Author