জাহালমের ক্ষতিপূরণের রায় আজ
1 min readবিনা দোষে কারাদণ্ড ভোগ করা নিরীহ পাটকলশ্রমিক জাহালমের ক্ষতিপূরণ বিষয়ে রুলের ওপর আজ রায়ের দিন ধার্য রয়েছে। বেলা দুইটায় দিকে এ রায় হওয়ার কথা।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই দিন ও সময় নির্ধারণ করেন।
সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় ৩ বছর ধরে কারাগারে থাকা জাহালমের মুক্তি ও ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্ট গত বছরের জানুয়ারিতে স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।
আদালতের নির্দেশে গত বছরের ৩রা ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান জাহালম। ওই বেঞ্চে চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষ হয়, বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান থাকে।