জামালপুরে মরিচের বাম্পার ফলন
1 min readজামালপুর সদরসহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, মেলান্দহ ও জামালপুর সদর উপজেলায় মরিচের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখেও।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সারা দেশে জামালপুরের মরিচের ব্যাপক চাহিদা। এ বছর জেলার চরাঞ্চলের আট হাজার ১৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।
কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ২৫-৩০ মণ কাঁচামরিচের ফলন হয়েছে। যা শুকানোর পর হচ্ছে ৯-১০ মণ। বিঘাপ্রতি খরচ হয়েছে ২০ হাজার টাকা। কাঁচামরিচ খেত থেকেই বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা প্রতিমণ। শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৭-৮ হাজার টাকা। এতে প্রতি বিঘায় কৃষকদের লাভ হচ্ছে ১০ হাজার টাকা।
সরেজমিনে মেলান্দহের মধ্যের চরে দেখা গেছে, বিশাল মাঠজুড়ে শুধু মরিচ আর মরিচ। মরিচের পরিচর্যায় ব্যস্ত কৃষক ও তাদের পরিবারের সদস্যরা। কেউ মরিচ গাছের আগাছা পরিষ্কার করছেন, কেউ কাঁচা ও পাকা মরিচ তুলে বস্তায় ভরছেন। অনেকেই পাইকারদের সঙ্গে মরিচের দাম নিয়ে কথা বলছেন।
কম্পপুরের দেলোয়ার হোসেন বলেন, বন্যার পরই খেতে মরিচ লাগাইছি। এবার মরিচের ভালোই দাম পাইছি।
একই এলাকার আঃ লথিফ বলেন, একবছর আগে যে মরিচ ৬০০-৭০০ টাকায় বিক্রি হয়েছে। এবার তা বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়। প্রতি বিঘায় ১০-১৫ হাজার টাকা লাভ হচ্ছে।
সরিষাবাড়ীর চর ছাতারিয়ার তোতা মিয়া জানান, তিনি এবার তিন বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। সঠিক সময়ে মাটি শুকিয়ে মরিচ চাষ করায় ফলন ভালো হয়েছে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, জেলায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। শীতের শুরুর দিকে কুয়াশার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে ভালো দাম থাকায় কৃষকরা লাভবান হবেন।