April 19, 2025

ফরচুন নিউজ ২৪

চা-দারুচিনির বদলে আলু চায় শ্রীলংকা

ঢাকা: বাংলাদেশকে চা ও দারুচিনি দিয়ে বিনিময়ে আলু নিতে চায় শ্রীলংকা। এমন আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ।

রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনে এ বৈঠক হয়।

শ্রীলংকার কৃষিমন্ত্রী জানান, চীনের সঙ্গে তাদের যেমন বার্টার সিস্টেম চালু আছে, সেভাবেই  বাংলাদেশে চা ও দারুচিনি রপ্তানি করে তারা আলু আমদানি করতে চান।

বার্টার সিস্টেম হলো বিনিময় প্রথা। অর্থাৎ একটি পণ্যের বদলে আরেকটি পণ্য লেনদেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক শ্রীলংকার নারিকেল গবেষণা কেন্দ্রের সঙ্গে পারস্পরিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন।

বাংলাদেশের সঙ্গে কৃষিখাতে সহযোগিতার জন্য শ্রীলংকার দুটি সমঝোতা স্মারক রয়েছে। বৈঠকে এ সমঝোতা স্মারক বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান গ্রহণে সম্মত হন দুইমন্ত্রী।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *