ঘরোয়া উপায়ে নাকের দুপাশে চশমার ফ্রেমের দাগ দূর করুন
1 min readদৃষ্টি শক্তিতে সমস্যা হলে চশমা ব্যবহার করা ছাড়া উপায় নেই। তবে নিয়মিত চশমা ব্যবহার করলে নাকের দুপাশে ফ্রেমের দাগ পড়ে যায়। এই দাগ দূর করার সহজ উপায় জেনে নিলে তা ঘরোয়া উপায়ে দূর করা সম্ভব।
চশমা এমনই অপরিহার্য যে একবার পরতে শুরু করলে সে অভ্যাস ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না, বিশেষ করে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে। ছবি: সংগৃহীতকিন্তু চশমা পরার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অনেক দিন ধরে চশমা পরলে নাকের দুপাশে দাগ হয়ে যায়। ওই অংশে ত্বক রুক্ষ ও শক্ত হয়ে ওঠে। ছবি: সংগৃহীত
যদি মেটালিক ফ্রেম হয়, তাহলে ত্বকে সেই ধাতু সহ্য না হলে সংক্রমণ দেখা দিতে পারে। সেক্ষেত্রে চশমার ফ্রেম পাল্টানো ছাড়া উপায় থাকে না। ছবি: সংগৃহীত
চশমার ফ্রেম থেকে নাকের দুপাশে দাগ হয়ে গেলে অ্যালোভেরা জেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে ওই অংশে ১০ মিনিট ধরে মালিশ করুন। সকালে মুখ ধুয়ে নিন। অ্যালোভেরার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ত্বকের উপর চশমার দাগ ম্লান করে দেয়। ছবি: সংগৃহীতনাকের দুপাশে চশমা দাগের উপর লাগান শশার রস বা শসার পেস্ট। এই মিশ্রণও ১০ মিনিট রেখে ধুয়ে নিন। এর ফলে ত্বকে একটা সুদিং এফেক্ট পড়ে। শসার ভিটামিন কে চশমার দাগ হালকা করে তোলে। ছবি: সংগৃহীতচশমার দাগ তোলার জন্য লেবুর রস, গোলাপজল, মধু, আমন্ড অয়েল, কমলালেবুর খোসার রস, টমেটোর রস, অ্যাপল সিডার ভিনিগার ব্যহার করতে পারেন। এই উপকরণগুলো দিয়েও ১০ মিনিট মালিশ করে ধুয়ে ফেলতে হবে।