November 23, 2024

ফরচুন নিউজ ২৪

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনার তিন রুটে ফেরি বন্ধ

1 min read

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। নৌপথে দুর্ঘটনা এড়াতেই এসব রুটে ফেরি চলাচলা বন্ধ করা হয়।মঙ্গলবার রাত ১০টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৬ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে শীতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।  এদিকে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটেও ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। এতে নদী পারে অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার রাত ১০ টায় মেঘনা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব আবারো বাড়ায় রাত ১০টায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে

 

About The Author