করোনা টিকা নিলেন নরেন্দ্র মোদি
1 min readভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ সোমবার সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে টিকা নেন তিনি। করোনার সংক্রমণ প্রতিরোধে দেশটি জুড়ে এদিন থেকেই শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি। এটির অধীন প্রথম টিকা গ্রহণকারী ব্যক্তি হলেন মোদি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে স্থানীয়ভাবে উদ্ভাবিত করোনার টিকা ‘কোভ্যাক্সিন’ নিয়েছেন। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) তৈরি করেছে এই টিকা। দ্বিতীয় ধাপের কর্মসূচিতে ষাটোর্ধ্ব বয়সী সবাইকে ও ৪৫ বছরের বেশি বয়সী অসুস্থ ব্যক্তিদের টিকা দেওয়া হবে।এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, মোদি দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচির শুরুতেই টিকা নেওয়ার সিদ্ধান্ত নেন। টিকা নিতে এআইআইএমএস হাসপাতালে যাওয়ার জন্য তিনি বিশেষ কোনো যাত্রাপথ ব্যবহার করেননি। সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে পথ ব্যবহারসংক্রান্ত বিধিনিষেধ উপেক্ষা করেন তিনি।
টিকা নেওয়ার ছবি যুক্ত করে প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘বিশ্বজুড়ে কোভিড-১৯–এর সংক্রমণ প্রতিরোধের প্রচেষ্টা জোরালো করতে আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা যেভাবে ত্বরিত কাজ করছেন, তা উল্লেখ করার মতো।’ উপযুক্ত সবাইকে করোনার টিকা নেওয়ারও আহ্বান জানান তিনি। মোদি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভারতকে করোনামুক্ত করি।’