May 23, 2025

ফরচুন নিউজ ২৪

ইতিহাস গড়ে পাবজি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ!

ইতিহাস গড়ে প্রথম কোন বাংলাদেশি টিম হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জের গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিলো ‘এ ওয়ান ই-স্পোর্টস’।

পাবজি মোবাইলের সর্বোচ্চ আসর এবং বিশ্বকাপ-খ্যাত পিএমজিসির গ্রুপ পর্বে সারা পৃথিবীর ২৪টি দল অংশগ্রহণ করে এবং টপ ১৬টি দল গ্রান্ড ফাইনালের মঞ্চে জায়গা করে নেয়।

দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া গ্রান্ড ফাইনাল চলবে ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবং প্রাইজমানি থাকবে ১৬ কোটি টাকার বেশি। ফাইনালে ভালো করার ব্যাপারে আশাবাদী ‘এ ওয়ান ই-স্পোর্টসে’র ফাউন্ডার কাজী আরাফাত হোসেন।

 

About The Author