ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
1 min readদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে দিনাজপুরের হাকিমপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মূল হামলাকারী আসাদুল ওরফে আরশাদুল ও জাহাঙ্গীর।দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করার ঘটনায় আসাদুল হককে (৩৫) আটক করেছে পুলিশ ও র্যাবের যৌথ একটি টিম।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর (৪২) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে এবং আসাদুল হককে হাকিমপুর উপজেলার কালিগঞ্জে তার বোনের বাড়ি থেকে আটক করা হয়েছে।
আটক আসাদুল ইসলাম(৩৫) ঘোড়াঘাট উপজেলার সাগরপুর এলাকার এমদাদুল হক এর ছেলে এবং জাহাঙ্গীর আলম (৪২) রানীগঞ্জ বাজারের আবুল কালাম এর ছেলে।