আবাহনীকে রুখে দেওয়ার পর জামালকে হারালো শেখ রাসেল
1 min readআগের ম্যাচে আবাহনীকে রুখে দিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার বিরতি কাটিয়ে মাঠে ফিরে ব্লুজরা হারিয়ে দিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মঙ্গলবার ঘরের মাঠ কিংস এরেনায় শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নদের।
লিগের শুরুর দিকটা ভালো ছিল না শেখ রাসেলের। ম্যাচের পর ম্যাচ হারায় কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্তও করেছে ক্লাব কর্তৃপক্ষ। কোচ পরিবর্তনের পর একটু ঘুরে দাঁড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অবনমন অঞ্চলে ঘোরাঘুরি করা রাসেল এখন অনেকটাই নিরাপদ অবস্থানে।
প্রথমার্ধের বাড়িয়ে দেওয়া সময়ে শেখ রাসেল আবার লিড নেয় আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরের গোলে। ৮৭ মিনিটে ফজলে রাব্বি গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
এতে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে রাসেল। আবাহনীর বিপক্ষে ড্রয়ের আগে তারা হেরেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
ম্যাচ হেরে রানার্সআপ হওয়ার দৌড় থেকে কিছুটা সরে গেলো শেখ জামাল। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা।