November 24, 2024

ফরচুন নিউজ ২৪

আটকা পড়া ২৮ নাবিক দ্রুতই দেশে ফিরবে

1 min read

রাশিয়া-ইউক্রেন চলমান সংর্ঘাতের মধ্যে ‘ বাংলা সমৃদ্ধি’র’ জাহাজ আটকা পড়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে। জাহাজে আটকা পড়া নাবিকদের রোমানিয়া নেয়া হয়েছে। দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

জাহাজে কারা হামলা করেছে সে বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য পেয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, “কে জাহাজে বোমা মেরেছে আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকরা নিভিয়েছে। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকরা ভয় পাচ্ছেন সেহেতু আমরা তাদের উঠিয়ে নিয়ে আসছি।”

এছাড়া এসময় ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমরা শান্তি চাই, সেজন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের বিরুদ্ধে আমরা। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দেইনি।” এসময় রাশিয়ার সাথে আর্থিক লেনদেন বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করে লেনদেন পুনরায় চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। ১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে ১৪১ দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ পাঁচ দেশের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *