আগামী ২০২৫সালে বিশ্ব নতুন এক বাংলাদেশ পাবে
1 min readবাংলাদেশের চেহারা আগামী ৫ বছরের মধ্যেই বদলে যাবে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বুধবার বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আগামী ২০২৫ সালে বিশ্ব নতুন এক বাংলাদেশ পাবে উল্লেখ করে নাওকি বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করছে দেশটি।
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আধুনিক সিঙ্গাপুর হবে মাতারবাড়ি। যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে সমুদ্র বন্দর। এসব প্রকল্পের উন্নয়নে বেসরকারি খাতের অবদান বাংলাদেশের অর্জন। করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে মন্তব্য করে জাপানি রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সাফল্য প্রশংসনীয়।
তার নেতৃত্বে তাক লাগানো অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, যার অনেক কিছুই এখন দৃশ্যমান হচ্ছে।ঢাকার পার্শ্ববর্তী আড়াইহাজারে হাজার একর জমিতে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। এতে দেশটির বেশ কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠী বিনিয়োগ করবে বলে জানান নাওকি।