আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার বাংলাদেশের মুশফিকুর,
1 min readআইসিসি-র মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। যিনি আইসিসি ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে দেশের হয়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। সোমবার আরও একটা পালক যুক্ত হয়েছে তাঁর মুকুটে।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমবার দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ জিতে ইতিহাসও রচনা করেছে শাকিব আল হাসানের দেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
যা বাংলাদেশকে ওই গুরুত্বপূর্ণ সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ওই সিরিজে তিনি ২৩৭ রান করেন। তাতে একটি অর্ধশতরানও সামিল রয়েছে। ফলে তাঁকেই পুরুষদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করেছেন ভোটাররা। আইসিসি-র ভোটিং অ্যাকাডেমির সদস্য হিসেবে ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ বলেছেন, ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে বাংলাদেশী উইকেটরক্ষক যেভাবে ব্যাটিং করেছেন, তা অসাধারণ বলে আখ্যা দিয়েছেন ভেরি ভেরি স্পেশাল। মুশফিকুরের এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা।