November 21, 2024

ফরচুন নিউজ ২৪

অ্যাপের মাধ্যমে টাকা-স্বর্ণালংকারসহ প্রবাসীর হারানো ব্যাগ উদ্ধার

1 min read

চট্টগ্রামে হারানোর ছয় ঘণ্টার মধ্যেই নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিপ্লব দাশ (৩৫) নামে এক দুবাইফেরত প্রবাসীর ব্যাগ উদ্ধার করে দিয়েছে পুলিশ।

রোববার (২২ মে) সকালে চট্টগ্রাম মহানগরের নিউমার্কেট এলাকায় সিএনজি অটোরিকশাতে র‌্যাব রেখে নেমে যান প্রবাসী বিপ্লব দাশ। পরে সকাল ১০টায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ..পুলিশ জিডির তথ্য ধরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিকশাটি চিহ্নিত করে। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের মাধ্যমে ওই সিএনজির চালক ও মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। চালক তা পুলিশকে ফেরত দিয়ে যায়। এরপর বিকেল ৪টার দিকে প্রবাসী বিপ্লবকে টাকা ও স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দেয় পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জাগো নিউজকে বলেন, ‘আজ (রোববার) সকালে নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন দুবাইফেরত বিপ্লব দাশ। মিষ্টি কেনার পর তারা ট্রলিব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান। পরে দ্রুত থানায় জিডি করেন। আমরা সিসি ক্যামেরা ও আমার গাড়ি নিরাপদ অ্যাপের মাধ্যমে ব্যাগটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছি।’

প্রবাসী বিপ্লব দাশ বলেন, ‘পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করে দিয়েছে। ওনারা যে সেবা দিয়েছেন, তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আমি দুবাইপ্রবাসী। চট্টগ্রামে পুলিশের এমন সেবা পেয়ে দুবাইয়ের মতোই লাগছে। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, ব্যাগটিতে নগদ ২০ হাজার টাকা, তার স্ত্রীর মূল্যবান স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *