November 22, 2024

ফরচুন নিউজ ২৪

অবশেষে সরকারিভাবে জয়ী বাইডেন

1 min read

অবশেষে সরকারিভাবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত জোসেফ আর. বাইডেন। রাজ্যগুলোর ভোটের সার্টিফিকেশন সম্পন্ন হওয়ার ফলে এখন তিনি ২শ ৮৮ ইলেক্টোরাল ভোট লাভ করছেন।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২শ ৭০ ইলেক্টোরাল ভোট। এই মার্জিন অতিক্রম করার মধ্য দিয়ে বাইডেন সরকারিভাবেও তার বিজয় নিশ্চিত করলেন। ক্যালিফোর্নিয়ার ভোট সার্টিফিকেশনের মধ্য দিয়ে এই নির্ধারিত ২শ ৭০-এর সংখ্যা ছাড়িয়ে গেল।

এখন কেবল নিউ জার্সি ও হাওয়াই রাজ্যের ভোটের সার্টিফিকেশন বাকি রয়েছে বাইডেনের। নিউ জার্সির ১৪ এবং হাওয়াইর ৪টি ভোট যোগ হলে বাইডেনের ইলেক্টোরাল ভোটের মোট সংখ্যা দাঁড়াবে ৩শ ৬য়ে।
প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের মোট সংখ্যা ২শ ২২-এ উন্নীত হয়েছে। তার আর মাত্র ১ টি রাজ্য মিসৌরীর ১০ টি ভোটের সার্টিফিকেশন আসতে বাকি আছে। মিসৌরীর ভোট সত্যায়িত হলেই প্রেসিডেন্টের পাওয়া ২শ ৩২টি ইলেক্টোরাল ভোট পূর্ণ হবে।

ফেডারেল আইন অনুযায়ী রাজ্যের সার্টিফিকেশন প্রদানের জন্য আগামী ৮ই ডিসেম্বর ডেটলাইন নির্ধারিত রয়েছে।

আগামী ২০শে জানুয়ারি জোসেফ বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

About The Author