UMIMCC এর আওতায় ফরচুন গ্রূপের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
1 min readবেকার সমস্যা দূরীকরণ ও দক্ষ শ্রমিক গড়ার উদ্দেশ্যে UMIMCC( Urban Management of Internal Migration due to Climate Change) এর আওতায় একটি প্রশিক্ষণ কর্মূসূচির আয়োজন করা হয়।
অদ্য ০১ ফেব্রয়ারি ২০২২ সকাল দশটায় নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেডে এ কর্মূসূচি উদ্ভোধন করা করা , কর্মূসূচির উদ্ভোধন করেন ফরচুন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেদওয়ান এবং সাথে উপস্থিত ছিলেন সিনিয়র ডিজিএম মোঃ জাহাঙ্গীর কবির এছাড়াও ভার্চুয়ালি সভায় যুক্ত হন UMIMCC এর টিম লিডার এলেসটের মেচিন ।
প্রাথমিক ভাবে ৬০ জন এই প্রশিক্ষণ কর্মূসূচিতে জোগ দেন। তাদের তিনমাস সশরীরে প্রশিক্ষণ প্রদান করা হবে এরপর তারা ফরচুন গ্রূপে স্থায়ী চাকুরীর সুযোগ পাবেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ কর্মীদের দক্ষ শ্রমিকে রূপান্তর করা হবে , এছাড়া প্রশিক্ষণ শেষে জি.এই.জি এর পক্ষ হতে সকলকে সনদ বিতরণ করা হবে।