November 21, 2024

ফরচুন নিউজ ২৪

কাল থেকে গণপরিবহনে গুনতে হবে ৬০ ভাগ অতিরিক্ত ভাড়া

1 min read

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে সারা দেশে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (৩০ মার্চ) এই সিদ্বান্ত নেয়া হয়। তিনি জানান, যাত্রী সংখ্যা কমিয়ে ভাড়া বাড়ানোর এই আদেশ আগামী দুই সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে।

এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালাতে রাজি মালিকরা। তবে সেক্ষেত্রে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিতে চান তারা। সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে (বিআরটিএ) বৈঠকে এ দাবি জানান বাস মালিকরা।

রাতেই এ দাবি প্রস্তাব আকারে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন এলে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া কার্যকর হবে। এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয় সরকার। গত বছরও একই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সে সময় দুই মাস বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহন করা হয়।

About The Author