April 5, 2025

ফরচুন নিউজ ২৪

মধ্যবিত্তদের মন জয় করতে মাত্র ১০হাজার টাকায় ফোন আনল স্যামসাং

স্মার্টফোন ব্রান্ড কোম্পানি স্যামসাং সম্প্রতি বাজারে নিয়ে এসেছে এম সিরিজের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২এস।

মধ্যবিত্তদের মন জয় করতে ও আকর্ষন বাড়াতে মাত্র ১০হাজার টাকায় (ভারতীয় মুদ্রা) পাচ্ছেন হ্যান্ডসেট টি। সাথে রয়েছে ৫ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি। রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং। তিনটি ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এ।

ইতিমধ্যে নেপালের মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে হ্যান্ডসেট টি। ভারতে ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি হ্যান্ডসেট টির মূল্য চলছে ৮,৯৯৯ টাকা। ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে হ্যান্ডসেট টি।

আমাজন খুব শীঘ্রই  বিক্রি শুরু করবে। এই ফোনটিতে চলবে এন্ড্রোয়েড ১০ এ। ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজুলেশন ( ৭২০× ১৫৬০ পিক্সেল)। ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

 

About The Author