November 27, 2024

ফরচুন নিউজ ২৪

শীত যাই যাই, বৃষ্টি নামতে পারে আজ

1 min read

শীত যাই যাই। কার্যত দেশের কোথাও আর শৈত্যপ্রবাহ নেই। কুয়াশার ঘোরও অনেক হালকা হয়ে গেছে। রোদ উঠছে প্রতিদিনই। তবে এর মধ্যে আবার ঢুকে পড়েছে লঘুচাপ। তার প্রভাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও শঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্য এলাকায় আকাশ একটু মেঘলা থাকবে। তবে আবহাওয়া থাকবে শুকনা। শেষ রাত থেকে ভোরের দিকে আকাশে হালকা কুয়াশা জমতে পারে। তবে সূর্যের কিরণ আটকে দেওয়ার সামর্থ্য তার থাকবে না। বৃষ্টি হলেও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই। বরং সারা দেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

 

About The Author