November 22, 2024

ফরচুন নিউজ ২৪

করোনা ব্যবস্থাপনায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

1 min read

করোনা ব্যবস্থাপনায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে র‍্যাংকিংয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের গবেষণায় বাংলাদেশ ওই র‍্যাংকিংয়ে ৮৪তম অবস্থানে। ভারত ৮৬তম আর ভারতের চেয়েও পিছিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪তম। মহামারি কোভিড-১৯ মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাংকিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবিলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে।

মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজারল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সউদী আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম অবস্থানে রয়েছে। র‍্যাংকিংয়ে রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম ও ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে।

তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‍্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা  ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‍্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭)।র‍্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান সবচেয়ে তলানিতে ৯৮তম।

About The Author