April 7, 2025

ফরচুন নিউজ ২৪

টটেনহ্যামকে হারালো লিভারপুল

ইংলিশ লিগের বিগ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছে লিভারপুল। ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যামকে। উঠে এসেছে শীর্ষে

ইংলিশ লিগের সৌন্দর্য্য এখানেই। শেষ মিনিটেও নিশ্চিন্ত নয় কেউ। কত ম্যাচে যে হার-জিতের ফয়সালা হয়েছে শেষ ক্ষণে। তারই আরেকটি উদাহরণ দেখালো লিভারপুল। দেখালেন রবার্তো ফিরমিনো।

টটেনহ্যামও ড্র করতে করতে সাক্ষী হলো পরাজয়ের দুঃখ গাঁথার। লিগে যা প্রথম স্পারদের।

প্রথমার্ধে খোলসবন্দী টটেনহ্যাম। কাউন্টার অ্যাটাকেই সীমাবদ্ধ। সেই সুযোগে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় অলরেডরা। মোহামেদ সালাহ আরও একবার উল্লাসের উপলক্ষ্য এনে দেন।

তবে সেই লিড মাত্র সাত মিনিটের। টটেনহ্যামের কোরিয়ান গোল মেশিন সন হিউং মিন লিগে ১১তম গোলটি করলেন।

দ্বিতীয়ার্ধে দূর্ভাগ্য মরিনিয়োর দলের। স্টিভেন বার্গউইনের শট বারে লেগে ফেরে। আর খালি পোস্টে হ্যারি কেনের হেড উপর দিয়ে যায়।

সেই সুযোগে লিগ টেবিলের শীর্ষস্থান দখল নিলো অলরেডরা। ঘরের দূর্গে লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা ৬৬তে নিয়ে গেলো লিভারপুল। অ্যানফিল্ড হতাশার নাম টটেনহ্যামের।

ঠিক একইভাবে য়্যুর্গেন ক্লপের বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলো মরিনিয়োর।

 

About The Author