November 22, 2024

ফরচুন নিউজ ২৪

সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো ববির কেন্দ্রিয় মসজিদ

1 min read

প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদ। যা গতকাল শুক্রবার বিকেলে নামফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। পরে উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা নতুন মসজিদে আসরের নামাজ আদায় করেন। 

নামাজ শেষে নতুন মসজিদে ভয়াল ২১ আগস্ট স্মরণে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের আগে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ২১ আগস্টের হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. মহসিন উদ্দীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট এই মসজিদটি আধুনিক স্থাপত্যশৈলী দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের প্রতিটি মেঝে (ফ্লোর) মার্বেল পাথরে খচিত। রয়েছে ৩টি দৃষ্টিনন্দন গম্ভুজ।

একসাথে আড়াই হাজার মুসুল্লী এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন।

About The Author